গুজব-গণপিটুনি বন্ধে পুলিশকে বার্তা: আগৈলঝাড়ায় মাইকিং

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনা যেন আর না ঘটে সেজন্য সারা দেশের পুলিশ ইউনিটগুলোতে বার্তা পাঠানো হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি- অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের স্বাক্ষর করা এ বার্তা পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে ছেলেধরা-সংক্রান্ত বিভ্রান্তিমূলক পোস্টে মন্তব্য বা গুজব ছড়ানোর পোস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বার্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্কুলে অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়, ছুটির পর অভিভাবকরা যাতে শিক্ষার্থীকে নিয়ে যান তা নিশ্চিত করা, প্রতিটি স্কুলের সামনে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন, মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরের বস্তিতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের পুলিশকে গুজব বন্ধে জনসচেতনতামূলক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য উঠান বৈঠকের মাধ্যমে গুজববিরোধী সচেতনতা সৃষ্টি কিংবা মাইকিং ও লিফলেট বিতরণ করতে বলা হয়েছে।
আগৈলঝাড়ায় পুলিশের মাইকিং: আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, সম্প্রতি ছেলে ধরা ও গলা কাটায় গুজবের খবরে বিভিন্ন স্থানে গনপিটুনির শিকার হয়ে নিহতর ঘটনায় আগৈলঝাড়ায় গলাকাটা বা ছেলে ধরা সন্দেহভাজন কাউকে দেখলে বা আটক করলে তাৎক্ষনিক থানা পুলিশে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে আগৈলঝাড়া থানা পুলিশ প্রশাসন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের নির্দেশে উপজেলার সদরসহ বিভিন্ন এলকায় সোমবার দিনভার মাইকিং করেছেন এসআই দেলোয়ার হোসেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, পুলিশের হেড কোয়ার্টারের নির্দেশে সমসাময়িক সময়ের গুজবে কান না দেয়ার জন্য এবং যদি কোন ব্যক্তিকে সন্দেহ হলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক প্রশাসনকে জানানোর জন্য থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *