ভিক্ষুকদের মাঝে ভ্যানসহ উপকরণ বিতরণ

Spread the love

নাগরিক রিপোর্ট:
‘ভিক্ষাবৃত্তিকে না বলুন’ এই স্লোগান নিয়ে বরিশালে ৪৪ জন ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় নারী-পুরুষ ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার (এনডিসি) মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

পূর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১৪ জনকে চা ও মুদি দোকানের মালামাল সামগ্রী, ২ জনকে ছাগল, ২ জনকে সেলাই মেশিন, ২ জনকে ফল বিক্রয় সামগ্রী, ৭ জনকে সেলাই কাজের উপকরণ, ৩ জনকে কাপড়ের ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *