ছড়াচ্ছে ডেঙ্গু: নগরজুড়ে মশক নিধন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগ। শেবাচিম হাসপাতালে ৮জন আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়েছে, তবে পরিস্থিতি জটিল নয়। এদিকে উদ্ভুত পরিস্থিতি বুধবার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মশক নিধন ও সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ঘোষনা করেছেন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগরীর ৩০টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হচ্ছে।
বুধবার বেলা ১টায় নগরভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় করপোরেশনের সকল কাউন্সিলর, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুধীজন উপস্থিত ছিলেন। মেয়র সাদিক সভায় ডেঙ্গু প্রতিরোধে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ডেঙ্গু ছড়িয়ে পড়লে এর জবাবদেহিতা আপনাদেরই (কাউন্সিলর) দিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী দপ্তর, বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার প্রতি জোর দেন। মেয়র এ উপলক্ষে আজ বৃহস্পতিবার নগরীর ৩০টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালী করার ঘোষনা দেন।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, গত জুনে বরিশাল নগরীর ঝাউতলার নাজমুল হাসানের পুত্র রিফাতুল ইসলাম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। তাকে দ্রুত ভর্তি করা হয় শেবাচিম হাসপাতালে। রিফাত সুস্থ্য হলেও বর্তমানে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগেী আছে ৮জন। গত ১৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হন আরও ৪ জন। তারা হচ্ছেন- নগরীর কাউনিয়া এলাকার মেজবাহ উদ্দিন (২২), বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থী আফনান আশরাফি (২০) , বাকেরগঞ্জ উপজেলার আরিফুল ইসলাম (৪৮) ও পিরোজপুর জেলার নাজিরপুরের অরুন সুতার (২৮)। গত ১৯ জুলাই ডেঙ্গু জ¦র নিয়ে মেডিকেলে ভর্তি হন বরিশালের গৌরনদী উপজেলার মো. ফোরকান (১৯), বানারীপাড়া উপজেলার গিয়াস উদ্দিন (৩০) । গত ২১ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হন বরিশাল সদর উপজেলার তাজুল ইসলাম (২৩) ও বরিশাল নগরীর কলেজ এ্যাভিনিউ এলাকার মোয়াজ্জেম হোসেন রুবেল (২৭)। এসব প্রসঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বর্তমানে বেড়েছে। তবে বরিশালে ডেঙ্গু জটিল আকার ধারণ করেনি। আতঙ্কিত হওয়ার মতোও কিছু নেই। তিনি বলেন, জ্বর হলে কোনো অবহেলা করা যাবে না। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ সেবন করা যাবে না। যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *