জেএমবির দুই সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ জেএমবির দুজন সক্রিয় সদস্যকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ঢাকার মীরপুর ও দোহার থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দাওয়াতী কর্মী হিসাবে জেএমবির সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় থাকার কথা স্বীকার করেছে বলে এক খবর বিজ্ঞপ্তিতে জানা গেছে।
গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্য হচ্ছে- পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের মো. আজিজুল হক (২৫) ও শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের মুফতি আঃ হাকিম (৩৭)।
র‌্যাব- ৮ এর বরিশালস্থ সদর দপ্তর থেকে গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- আঃ আজিজ ২০১০ সালে ছাত্র থাকাবস্থায় জেএমবির সদস্য হয়। সে গ্রাফিক্স ও আইটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। কাজের ছদ্মবেশে বিভিন্ন স্থানে জেএমবির কর্মী সংগ্রহের কাজ করে আসছিল সে। অপরদিকে কওমী মাদরাসায় লেখাপড়া করার সময় মুফতি আঃ হাকিম জেএমবির সদস্য হয়। সে বর্তমানে ঢাকার দোহারে একটি মসজিদে ইমামতি ও মাদরাসায় শিক্ষকতার আড়ালে জেএমবি দাওয়াতি কার্যাক্রম চালিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *