নাগরিক ডেস্ক : ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য কেম্পানিগুলোর যে প্রস্তাব ছিল তাতে সায় দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি দাম বাড়ানোর যৌক্তিকতা আছে কিনা তা যাচাই বাছাইয়ে ১৫ দিন সময় নিয়েছে মন্ত্রণালয়। ১৫ দিন পরে পুনরায় বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আজ সকালে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
টিপু মুনশি বলেন, আগামী ১৫ দিন ভোজ্যতেলের দাম বাড়ছে না। বরং কমানোর জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। অভ্যন্তরীন ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা, টিকে গ্রুপের সফিউল আতহার তসলিমসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলতি মাসের শুরুতে ভোজ্যতেল পরিশোধনকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে দাবি করে দেশের বাজারে দাম বাড়ানোর প্রস্তাব করে। তখব বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাবে সাড়া না দিয়ে কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।