বরিশালে ১ কোটি খেজুর গাছের বীজ রোপন কর্মসূচীর উদ্ধোধন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ পরিবেশ সুরক্ষায় বরিশালে ১ কোটি খেজুর গাছের বীজ রোপনের উদ্যোগ নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। গতকাল শনিবার বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অজিয়র। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসুচীর সহযোগীতা করছে বনবিভাগ।
খেজুর গাছের বীজ রোপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা, মোঃ আবুল কালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক হরিদাস শিকারী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদসহ বিভিন্ন জন্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বরিশাল জেলার ১০টি উপজেলায় গতকাল একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং নিজ উদ্যোগে প্রত্যেক গ্রামীণ সড়কের পাশে, খেজুর গাছের বীজ বপন কর্মসূচির কর্যক্রম শুরু হয়েছে। আগামী তিনমাস ব্যাপী প্রায় ১ কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে বলে বন বিভাগ সুত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *