কল্লাকাটা/ছেলেধরা পরিকল্পিত মিথ্যাচার-ডিআইজি সফিকুল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ গুজব ও গণপিটুনি রোধে ঝালকাঠিতে শনিবার কমিউনিটি পুলিশিং ও মাদক-সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি পুলিশ লাইনসে “পুলিশই জনতা-জনতাই পুলিশ” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে জেলায় আরও ২৪ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করে। এ নিয়ে ঝালকাঠীতে মোট ১৭১জন মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের কাছে আতœসমর্পন করলো। জেলা পুলিশ সুত্র জানিয়েছে, আতœসমর্পনকারীদের সেলাই মেশিন, মাছ ধরার জাল, চায়ের দোকানের সরঞ্জাম দিয়ে পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে।
শনিবার সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, চলমান গুজব আর মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। পদ্মাসেতু করতে এক লক্ষ মানুষের মাথা লাগবে- এটা একটা সুপরিকল্পিত মিথ্যাচার। কল্লাকাটা/ছেলেধরা বলতে কিছু নেই। এই মিথ্যাচারের বিরুদ্ধে এখনই রুখে দিতে হবে। তিনি আরও বলেন, মাদকের সাথে কোন পুলিশ সদস্যের সংশ্লিস্টতা পেলে তাকে বরখাস্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *