বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমের সম্প্রসারণ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বইপড়া কার্যক্রম সম্প্রসারণ করলো বিশ্বসাহিত্য কেন্দ্র। গতকাল রোববার আছমত আলী খান (্এ.কে) ইনস্টিটিউশন মিলনায়তনে এ কার্যক্রমের সম্প্রসারন ঘটে।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহায়তায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, বিকাশের চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), টেলিভিশন ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, বিশ্বসাহিত্য কেন্দ্রের বরিশাল শাখা পাঠচক্রের সমন্বয়কারী ড. বাহাউদ্দিন গোলাপ ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব এ এইচ এম জসীম উদ্দিন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
বই বিতরণ অনুষ্ঠানে অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, বই পড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়, জ্ঞানের পরিধি এবং কল্পনা শক্তি বাড়ে। তাই জ্ঞান সমৃদ্ধ আলোকিত সমাজ গঠনে বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *