ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ২ যুবকের বরিশালে মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া বরিশালের দুই যুবক মঙ্গলবার ভোররাতে শেবাচিম হাসপাতালে মারা গেছে। এ দু’জন হচ্ছেন পিরোজপুরের কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আদম আলীর পুত্র সোহেল (১৮) ও বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের নাসির খানের ছেলে আসলাম খান (২৪)।
বরিশাল শেবাচিম হাসপাতালের উপ পরিচালক ডা: আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের মোবাইল ফোনে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত যে দু’জন রাতে মারা গেছেন তারা ঢাকায় ডায়গনসিস হয়ে বরিশালে গ্রামের বাড়িতে যান। সোমবার তারা শেবাচিম হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন, সোহেলকে সোমবার দুপুর দেড়টার দিকে ভর্তি করা হলে মঙ্গলবার ভোররাতে মারাযান। অপরদিকে আসলাম খানকে সোমবার রাতে ভর্তি করা হলে ভোররাতে মারা যান। এই দুই জনই আশংকাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন বলে উপ পরিচালক ডা. রাজ্জাক দাবী করেছেন। তিনি বলেন, মঙ্গলবার শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৪জন ভর্তি আছে। এ নিয়ে এ হাসপাতালে ৬৩জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *