প্রযুক্তির যুগে বরিশাল ট্রাফিক পুলিশ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বরিশালের ট্রাফিক পুলিশ। যানবহন মামলার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হবে প্রযুক্তি ব্যবহার করে। রোববার জেলা পুলিশ ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিষ্টেমের (ইটিপিএফএস) উদ্বোধন করেছে। মেট্রোপলিটন (মহানগর) পুলিশ এ সার্ভিস উদ্বোধন করবে কাল সোমবার।
জানা গেছে, ইটিপিএফএস প্রযুক্তি ব্যবহার করে যানবহন মামলা সংক্রান্ত বিষয়ে জনগণের ভোগান্তি কমবে। তাৎক্ষনিক পর্স মেশিনের মাধ্যমে জরিমানা টাকা জমা দিয়ে ঝামেলামুক্ত হতে পারবেন ভূক্তভোগীরা। যারা তাৎক্ষনিক জরিমানার অর্থ দিতে পারবেন না, তারা পরে পর্স মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে ডাকযোগে জব্দ করা গাড়ির কাগজপত্র পৌছে যাবে মালিকের ঠিকানায়। এ প্রযুক্তি ব্যবহারে ভূক্তভোগী যানবহন মালিক ও ট্রফিক পুলিশের সময় সাশ্রয় হবে। গ্রামীন ফোন জেলা ও মহানগর পুলিশকে ১৭৫টি পর্স মেশিন উপহার দিয়েছে। তারমধ্যে ৫০টি দেয়া হয়েছে মহানগর পুলিশকে। ইউসিবি ব্যাংকের ইউ ক্যাশ ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
রোববার জেলা পুলিশের ইটিপিএফএস কার্যক্রম উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। সোমমবার মহানগর পুলিশের ইটিপিএফএস কার্যক্রম উদ্বোধন করবেন পুলিশ কমিশনার মো. শাহাবউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *