রাজনীতিতে নারীর অধিকার কেউ মানতে চাইছেনা

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে এক কর্মশালায় তৃনমূলের নারী রাজনৈতিক নেতৃবৃৃন্দ অভিযোগ করেছেন, রাজনৈতিক দলে নারীর ক্ষমতায়নের বিষয়টি অগ্রাধিকার দেয়া হয় নামেমাত্র। দলের কমিটি গঠনে নারীদের জন্য শুধুমাত্র নারী বিষয়ক সম্পদক পদটি রাখা হয়। ওই পদের নারী নিজেও জানেনা তা কাজটা কি। অন্যপদের ক্ষেত্রে নারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

সোমবার বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক কর্মশালায় এসব অভিমত দেন নারী নেতৃবৃন্দ। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’র আয়োজনে এ কর্মশালায় রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি এবং নারী সংগঠকরা অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলঅ পরিষদের চেয়ারম্যান মনিরুন নাহার মেরী। সঞ্চালনায় ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

কর্মশালয় নারী নেতৃবৃন্দ বলেন, নারী নির্যাতন ও নারীর জীবনান্নোয়নে বিশ্বের অনেক ধন্যাঢ্য দেশের চেয়ে বাংলাদেশে ভাল অবস্থানে আছে। কিন্ত রাজনৈতিক ক্ষমতায়নে নারী অধিকারকে কেউ মেনে নিতে চাইছেনা। রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার সিদ্ধান্ত আজ বাস্তবায়ন হয়নি। নির্বাচন কমিশনও এ বিষয়ে এখন আর আগ্রহ দেখাচ্ছেন না। সংসদে সংরক্ষিত আসন রাখা নারীদের জন্য অবমাননকার। সংরক্ষিত আসনে প্রত্যক্ষ ভোটে নারীদের প্রতিদ্বন্দ্বিতা এখন সময়ের দাবী।

কর্মশালায় আরও বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, মহিলা পরিষদের সভাপতি পুস্প রানী, বরিশাল সিটি কাউন্সিলর কোহিনুর বেগম, বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *