নগরীতে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বরিশাল নগরীতেহ মালেক ফকির (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর ২৬ নং ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত মালেক বরিশাল নগরীর কেডিসি এলাকার এনতাজ ফকিরের ছেলে। মালেক ফকির তালিকভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। অভিযানকালে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৮ এর গণমাধ্যম শাখার প্রধান অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল নগরীর হরিনাফুলিয়ার চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। এ সময় পূর্ব থেকে সেখানে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আকস্মিক গুলি ছুড়তে থাকে। র‌্যাবের দলটিও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা উভয় পক্ষের গুলি বিনিময়ের পর দুর্বৃত্ত দল পালিয়ে যায়। পরে র‌্যাব-৮ এর ওই দলটি ঘটনা স্থলে তল্লাসি চালিয়ে গুলিবিদ্ধ মালেক ফকিরের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর দ্রুত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মালেক ফকিরকে মৃত ঘোষণা করেন।
র‌্যাব-৮ সুত্রে জানা যায়, ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড পিস্তলের ও চার রাউন্ড ওয়ান শুটার গানের গুলি, ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই হাজার ১২৯ টাকা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *