ঈদ যাত্রা: বেপরোয়া গতিতে চললেই লঞ্চ নিষিদ্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নৌপথে চলাচলকারী লঞ্চগুলো নদীর মধ্যে গতি প্রতিযোগীতায় লিপ্ত হয়ে একে অপরকে ধাক্কা দিলে অভিযুক্ত লঞ্চটি আর এ রুটে চলতে দেয়া হবে না। বরিশালে নিষিদ্ধ করা হবে বেপরোয়া গতিতে চলাচল করা লঞ্চ। গতকাল বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ হুশিয়ারী দেয়া হয়।
দুপুরে বিসিসি আয়োজিত নগরীর আইনশৃঙ্খলা বিষয়ক সভায় লঞ্চ মালিকদের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ নিয়ে ফের আলোচনা হয়। সভার সভাপতি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নদীর মধ্যে আগে যাওয়ার প্রতিযোগীতা করতে গিয়ে একটি লঞ্চ অপরটিকে ধাক্কা দিলে অভিযুক্ত লঞ্চটি আর ঢাকা-বরিশাল রুটে চলতে দেয়া হবেনা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি(রুটিন দায়িত্ব) প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, বিআইডব্লিউটি’র বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু, লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সদস্য ও সুন্দরবন লঞ্চ কোম্পানীর স্বত্ত্বাধীকারী সাইদুর রহমান রিন্টু, বিসিসির প্রধান নির্বাহী ইসরাইল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *