জাতীয় শোক দিবস: বরিশালে বঙ্গবন্ধুর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ শ্রদ্ধাভরে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিতি হয়েছে। বঙ্গবন্ধুসহ ৭১’র ১৫ আগস্ট শহীদদের প্রতি ফুল দিয়ে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শ্রদ্ধা জানানো হয়। নগরীসহ গোটা বরিশাল শোকে স্তব্দ হয়ে পড়ে।

কুরআন তিলওয়াত, সড়কে সড়কে কালো পতাকা, কালো ব্যাজ ধারন, দুস্থদের মাঝে খাবার বিতরনসহ নানা কর্মসুচী পালন করে বিভিন্ন সংগঠন। বরিশাল জেলা ও মহানগর আ’লীগ এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শোক র‌্যালী বের করে। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আ’লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস।

এর আগে বরিশালের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন শেখ মুজিবুর রহমানের পথিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন।
বরিশাল সাংবাদিক ইউনিয়ন একই স্থানে সকাল পৌনে ১১টায় পুস্পার্ঘ্য অর্পন করেছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আলী জসিম, সাধারন সম্পাদক স্বপন খন্দকার, কার্যনির্বাহী সদস্য সুশান্ত ঘোষ, যুগ্ন সম্পাদক মইনুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক খান রফিক, প্রচার সম্পাদক আরিফুর রহমান, এম মিরাজ হোসাইন, মুসফিক সৌরভ, মিথুন শাহা, শামিম আহমেদ, হেনরি স্বপন, মনোবির সোহান, মাসুদ কামাল, কামরুল ইসলাম, মাসুদ সিকদার, অলিউল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *