নাগরিক রিপোর্ট:
বরিশাল মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার বরিশালে আনন্দ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ভবনের সামনে থেকে শুরু হয় র্যালিটি। এরপর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুরা রোড এলাকায় শেষ হয়।
আনন্দ র্যালির নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।। পরে মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বরিশাল জেলা, মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এ র্যালী পালিত হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে এ শহর থেকে পালিয়ে যায়। বরিশাল শহর কেন্দ্রীক বিভিন্ন সড়ক চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় স্টিমার ও কার্গোতে পাকিস্তানী সেনাবাহিনী, পাক মিলিশিয়াসহ শহরের দালাল ও রাজাকাররা বরিশাল ত্যাগ করে।

Your article helped me a lot, is there any more related content? Thanks!