জাতীয় নির্বাচনে পুলিশ সোজা পথে চলবে- বিএমপি কমিশনার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার জিহাদুল কবির বলেছেন, আগামী ৭ জানুয়ারীর জাতীয় নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন করতে যা যা দরকার তাই করা হবে। আমরা জাতীয় নির্বাচনে সোজা পথে থাকবো। একে বেকে থাকবো না।

তিনি জাতীয় নির্বাচনে সহযোগিতা কামনা করে বলেন, নগরবাসীর পুলিশের কাছে যাতে নির্ভয়ে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে। এমনকি কমিশনারের কার্যালয়ও থাকবে সবার জন্য উন্মুক্ত। দেখা করতে কোন বাধা নেই। গতকাল শুক্রবার বিকেল বিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ কমিশনার জিহাদুল এসব কথা বলেন।

পুলিম কমিশনার আরও বলেন, বিএমপিতে জিডি, মামলা, ক্লিয়ারেন্স নিতে পুলিশ কোন টাকা নিবে না। এজন্য মামলা বাড়লো কি কমলো সেটা বিষয় নয়। জিডি নয়, অপরাধ হলেই মামলা হবে।

কমিশনার জিহাদুল আগামী এক মাসের মধ্যে একটি সাইবার ক্রাইম ইউনিট গড়ে তোলার আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নগরীতে অবৈধ যানবাহন রোধ, চাঁদাবাজী, নির্বাচনকালীন সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মোটরসাইকেলে সাংবাদিক লিখে চলা কথিত সাংবাদিকদের ঠেকাতে নবাগত পুলিশ কমিশনারের প্রতি আহবান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, বরিশাল প্রেসক্লাব সাধারন সস্পাদক এস এম জাকির হোসেন প্রমূখ।

১ Comment

Leave a Reply

Your email address will not be published.