নাগরিক রিপোর্ট:
বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিয়ে শংকা প্রকাশ করেছেন ঈগল প্রতীকের আ’লীগের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। তিনি দাবী করেছেন, এখানে আমরা তো নিজেরা নিজেরা ভোটে আছি। তারপরও আ’লীগের কতিপয় নেতা হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। শুক্রবার বিকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি এসব অভিযোগ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী রাজু সংবাদ সম্মেলনে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন একজন সজ্জন ব্যক্তি। তিনি কখনোই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বলে বিশ্বাস করি।
তবে অতিউৎসাহী হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতাকর্মী এমন গর্হিত কর্মকাণ্ড করছে। যা আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি। রিটারনিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। নির্বাচনের শুষ্ঠ পরিবেশ নেই। আমার কিছু ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে, তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে আতংকে রয়েছি।
ফাইয়াজুল হক রাজু বলেন, সাধারণ ভোটাররা আমাকে ভোট দিতে চাইছে। কিন্তু এখানে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের নেতারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ভোটারদের ভয় দেখাচ্ছেন। ভোটে নিজেরা নিজেরা বলতে কি বোঝানো হয়েছে এ প্রসঙ্গে রাজু বলেন, এবারের ভোট হচ্ছে একধরনের বিশেষ প্যাটার্নে।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/pt-PT/join?ref=DB40ITMB
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. 注册以获取100 USDT