নাগরিক রিপোর্ট:
ডামি নির্বাচন বাতিল এবং শেখ হাসিনার পদত্যাগের দাবীতে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করার চেস্টা চালায়। এসময় পুলিশ বাধা দিলে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়।
রোববার দুপুরে বরিশাল আইনজীবী সমিতি ভবন কার্যলয় থেকে জাতীয়তাবাদী আইনজীবী সদস্যরা এ কালো পতাকা মিছিল বের করেন।
মিছিল নিয়ে নগরের ফজলুল হক এ্যাভিনিউ সড়কে বের হওয়ার চেষ্টাকালে পুলিশ জেলা জজ আদালতের প্রবেশদ্বারে মিছিল আটকে দেয়।
এসময় পুলিশের সঙ্গে আইনজীবীদের বাগ বিতন্ডা হয়। এক পর্যায় নেতাকর্মীরা মিছিল সরিয়ে নেন।
বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে কালো পতাকার মিছিলে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ। উপস্থি ছিলেন সহ সভাপতি অ্যাড. শহীদ হোসেন, অ্যাড. কাজী বসির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. অ্যাড. আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হুমাউন কবীর মাসুদ, অ্যাড. হাফিজ আহমেদ বাবলু প্রমূখ।
বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, এই সরকারের ডামি নির্বাচন দেশবাশি বর্জন করার মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যক্ষান করেছে। তাই অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিন।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.info/zh-CN/register?ref=VDVEQ78S
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/es-AR/register-person?ref=UT2YTZSU