নাগরিক ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনো করোনা শেষ হয়ে যায়নি। তাই যারা অসুস্থ রোগী, বৃদ্ধ আছেন তাদের অনুরোধ, জনসমাগম বা ভিড় এড়িয়ে চলবেন। নিয়মিত মাস্ক পরিধান করবেন।’
শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘চিকিৎসকের অবহেলায় কোনো রোগীর মৃত্যু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাথায় রাখতে হবে, কারও মৃত্যু হলেই হাসপাতাল ভাঙচুর করাও উচিত না। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও তদন্তের ব্যাপার। তবে হ্যাঁ, অনেক ক্লিনিক আছে, যাদের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো ঠিক নেই, সেসব ক্লিনিক বন্ধ করতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা দেখেছি। একজন নারীর শুধু সিজারিয়ান করতে ঢাকায় কেন যেতে হবে? প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে।’
‘কাজটি আমি একা একদিনে পারব না। তবে মানুষের দোরগোড়ায় যেন চিকিৎসাসেবা পৌঁছায় সে লক্ষ্যে কাজ করব,’ বলেন তিনি।
স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী সামন্ত লাল বলেন, ‘আমি সারাজীবন কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা করিনি। সুতরাং, স্বাস্থ্যখাতে এগুলো কেউ করলে আমি সহ্যও করব না।’
সরকারের জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ‘বার্ন ইউনিট’ চালু করার পরিকল্পনা আছে জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, ‘বেশিরভাগ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে গরীব মানুষের সাথে। হঠাৎ করে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয় না।

Your article helped me a lot, is there any more related content? Thanks!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.