কারিগরি শিক্ষায় গড়তে হবে শিক্ষার্থীদের -বিভাগীয় কমিশনার

Spread the love

বাবুগঞ্জ সংবাদদাতা ॥ বরিশাল বিভাগীয় কমিশনার মুহাঃ ইয়ামিন চৌধুরী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। তাই প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এখন থেকেই কারিগরি শিক্ষায় গড়ে তুলতে হবে। আজকাল ঘরে ঘরে শিক্ষিত বেকার দেখতে পাওয়া যায়। সনদ অর্জনের জন্য পড়া লেখা না করে প্রাথমিক স্তর থেকেই কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। জার্মানির দিকে তাকালে বুজতে পারবেন সেখানে কর্মমূখি শিক্ষার গুরুত্ব বেশি। শনিবার বরিশালের বাবুগঞ্জের উত্তর রহমতপুরে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি ইয়ামিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *