ববি’র প্রথম সমাবর্তন এবছরই, রাস্ট্রপতির আগ্রহ প্রকাশ

Spread the love

নাগরিক রিপোর্ট:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম সমাবর্তন এ বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর ও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রন জানানো হয়েছে। রোববার দুপুর ১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে এই আমন্ত্রন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

উপাচার্য ড. বদরুজ্জামান বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও কোন সমাবর্তন আয়োজন করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছরই প্রথম সমাবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। ববি থেকে যেসব মেধাবী ছাত্র-ছাত্রী পাশ করেছে তারা এ সমাবর্তনে অংশগ্রহনে ইচ্ছুক।

তিনি বলেন, রোববার দুপুরে সাক্ষাতকালে সমাবর্তনে অংশগ্রহনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আগ্রহ প্রকাশ করেছেন। এসময় রাস্ট্রপতির সঙ্গে উপাচার্যের কুশল বিনিময় হয়।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড: সাজ্জাদ হোসেন এবং বুয়েট এর উপ উপাচার্য  অধ্যাপক ড: আব্দুল জব্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *