বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগে দ্বন্দ্বে ৩ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই পক্ষে দ্বন্দে এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। একই দিন পাল্টা হামলায় আহত হয়েছে আরো দুই ছাত্র। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ববি প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অর্থনীতি বিভাগের মোঃ মারুফ শাহরিয়ার এবং কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞান বিভাগের রিয়াতুল আজিমকে পিটিয়ে জখম করা হয়। আহতরা ৩জনই ছাত্রলীগ কর্মী মোবাস্বির রিদমের অনুসারী। ছাত্রলীগ কর্মী মোবাস্বির রিদম এ প্রসঙ্গে বলেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে অনাকাংখিত ঘটনা ঘটেছে। তেমন বড় কোন ঘটনা ঘটেনি।

এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম বলেন, আহত সকলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরবর্তীতে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত আছে।

৪ Comments

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  2. Appreciate you sharing this informative post. Your ideas were very helpful and gained a lot of knowledge from it.

  3. I consistently enjoy the variety of topics you cover on your website. There’s always something fresh to discover.

Leave a Reply

Your email address will not be published.