নগরজুড়ে নিরাপত্তা জোরদার: শংকা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীতে আকস্মিক নিরাপত্তা জোরদার করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার থেকে নগরীর বিভিন্ন স্পটে চেকপোস্ট মোতায়েন করে তল্লাশি চালানো হয়।

মেট্রোপলিটন পুলিশ দাবী করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক চেকপোস্ট বসানো হয়েছে। তবে পুলিশের দায়িত্বশীল একটি সুত্র জানিয়েছেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের ভীর এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আনাকাংখিত ঘটনার আশংকায় নগরীর নিরাপত্তা জোরদার করা হয়।

শুক্রবার গভীর রাত অব্দি দেখা গেছে, নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি অভিযান। নগরীর প্রান কেন্দ্রে কোতয়ালী পুলিশ সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি করছে। এমনকি আবাসিক হোটেলেও তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বোর্ডারদের জিজ্ঞাসাবাদও করা হয়। একই অবস্থা দেখা যায় কাউনিয়া থানা পুলিশসহ অন্যান্য থানা এলাকায়ও। প্রধান প্রধান সড়কে পোশাকে, সাদা পোষাকে এ তল্লাশি চলে। আকস্মিক এমন সারাশি তল্লাশীতে নগরীর সাধারন মানুষের মাঝে নানা শংকা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *