বি‌সি‌সির না‌মে ভুয়া নি‌য়োগ বিজ্ঞপ্তি, ক‌ঠোর বার্তা মেয়‌রের

Spread the love

নাগ‌রিক রি‌পোর্টঃ

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের (বি‌সি‌সি) না‌মে এক‌টি ভুয়া নি‌য়োগ বিজ্ঞ‌প্তি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। কর‌পো‌রেশ‌নের লো‌গো ব‌্যবহার ক‌রে ৬‌টি প‌দের বিপরীতে ওই ভুয়া নি‌য়োগ বিজ্ঞ‌প্তি প্রচার কর‌ছে চক্রটি।

দা‌য়িত্বশীল সুত্র জা‌নি‌য়ে‌ছে, অপক‌র্মের স‌ঙ্গে জ‌ড়িত‌দের আইনের আওতায় আন‌তে ক‌ঠোর হ‌চ্ছে বি‌সি‌সি। সিটি মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত নগরবাসী‌কে এর বিরু‌দ্ধে সতর্ক হওয়ার আহবান জা‌নি‌য়ে‌ছেন।

বি‌সি‌সির স‌চিব মাসুমা আক্তার সাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে রোববার বলা হ‌য়ে‌ছে, কর‌পো‌রেশ‌নের ভাবমু‌র্তি ক্ষুন্ন করার জন‌্য উদ্দেশ‌্যপ্রনো‌দিত ভা‌বে একটি স্বার্থা‌ন্বেসী মহল এভা‌বে সামা‌জিক যোগা‌যো‌গের মাধ‌্যমে ভুয়া নি‌য়োগ কিজ্ঞপ্তি প্রচার কর‌ছে। এহেন মিথ‌্যা বিজ্ঞ‌প্তি দে‌খে প্রতার‌তি না হ‌তে জনসাধারনের প্রতি আহবান জা‌নি‌য়ে‌ছে ‌সি‌টি কর‌পো‌রেশন কর্তৃপক্ষ।

এব‌্যপা‌রে বি‌সি‌সির জনসং‌যোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল ব‌লেন, ভুয়া নি‌য়োগ বিজ্ঞ‌প্তি ছড়ি‌য়ে যে প্রতারক চক্র কর‌পো‌রেশ‌নের ভাবমু‌র্তি নস্ট ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে আইনী পদ‌ক্ষেপ নি‌তে নি‌র্দেশ দি‌য়েছেন মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত। চক্রটি বি‌সি‌সির ভাবমু‌র্তি ক্ষুন্ন করার জন‌্য প্রতারনার আশ্রয় নি‌য়ে‌ছে।


কর‌পো‌নেশ‌নের ভেত‌রে ও বাহি‌রে ঘাপ‌টি মে‌রে থাকা এই সংঘবদ্ধ চক্র নগরবাসীর উন্নয়ন বাধাগ্রস্থ কর‌তে স্বরয‌ন্ত্রে লিপ্ত হ‌য়ে‌ছে। এই স্বরযন্ত্রকারী‌দের বিরুদ্ধে নগরবাসী‌কে সতর্ক হ‌ওয়ারও আহবান জা‌নি‌য়ে‌ছেন মেয়র খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *