দুদকের হাতে আদালতের নাজির গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ অবৈধপন্থায় কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে নোয়াখালী জেলা ও দায়জা জজ আদালতের নাজির মো. আলমগীরকে গ্রেফতার করেছে দূর্ণীতি দমন কমিশণ (দূদক)। সোমবার সকাল ৯টায় তাকে নোয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয়।
ফেনীর দাগণভূয়া উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আলগমীর। তার স্ত্রী নাজমুন নাহার নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার।
দূদক সুত্র জানায়, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় আলমগীর হোসেন ছাড়াও তার স্ত্রী নাজমুন নাহার ও বোন আফরোজা আক্তার ও বন্ধু বিজয় ভৌমিককে আসামী করা হয়েছে।
নোয়াখালী দূদকের সহকারী পরিচালক সুবেল আহম্মেদ গণমাধ্যমকে জানান, দাপ্তরিক পরিচয় গোপন রেখে আলমগীর রড, সিমেন্ট ব্যবসায়ী পরিচয়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৭ কোটি টাকা ব্যাংক লেনদেন করেছেন। এসব কাজে তাকে সহযোগীতা করেছে স্ত্রী ও বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *