নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে অটোরিক্সা চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন হালদার (২৮) উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দক্ষিন বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উজিরপুর থানা পুলিশ এ ঘটনা স্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন হালদারসহ ২-৩ জন মিলে ওই এলাকার সুলতান মহুরির অটোগাড়ির গ্যারেজে চুরি করতে যায়। এসময় গ্যারেজের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পাহারাদার ডাক-চিৎকার দেয়। এতে স্থানীয়রা এগিয়ে আসলে সুমন হালদার ও ভক্ত নামে দুই জন তাদের হাতে ধরা পড়ে। পরে গণপিটুনিতে সুমন হালদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং ভক্ত গুরুত আহত হয়।
এব্যপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, নিহত সুমনের মরদেহের ময়নাতদন্ত করতে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Your way of writing is so engaging and relatable; it’s like having a conversation with a friend.
Your way of writing is absorbing; it feels like having a conversation.