নাগরিক রিপোর্ট:
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুইয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি এ পদত্যাগপত্র পাঠান। ববি রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এদিকে উপাচার্যের পদত্যাগে ক্যাম্পাসে উচ্ছাসে ফেটে পড়েছেন আন্দোলনকারী শিক্ষাথীরা।
শিক্ষামন্ত্রনালয়ের সচিব বরাবর প্রেরিত পদত্যাগপত্রে তিনি ব্যাক্তিগত ও পারিবারিক কারনে সেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
এদিকে উপাচার্যের পদত্যাগে সাধারন শিক্ষার্থীরা ক্যাস্পাসে উচ্ছাস প্রকাশ করেছেন। শিক্ষাথী সিহাব, মেহেদী বলেন, অবশেষে সৈরাচারের দোসর ভিসি পদত্যাগ করায় ববি স্বাধীন হলো। তারা সকাল থেকে ভিসির পদত্যাগ দবীতে আন্দোলন করে যাচ্ছেন। শিক্ষকরাও এ পদত্যাগ ও পরিবর্তনে খুশি।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। এছাড়া প্রক্টর ড. আব্দুল কাইউম বরিশাল সিটি নিবাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। জানা গেছে, ছাত্র আন্দোলনের চাপে সোমবার দুপুর থেকে উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ক্যাম্পাস ছেড়ে আত্নগোপনে যান। তিনি এর মধ্যে সোমবার সন্ধ্যায় ১০ মিনিট সিন্ডিকেট সভা এবং আজ মঙ্গলবার শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
4p3wnv
gbfiqr
ijonqe