‘ভারত এদেশকে এতোদিন কলোনি বানিয়ে রেখেছিল’

Spread the love

নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে রোববার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, এদেশে ছাত্র-জনতার আন্দোলনে জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ১৭টি বছর শেখ হাসিনা সরকারের পতনের জন্য তার বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। যদিও আমাদের বিজয়ের দ্বাররপ্রান্তে এখনো যাওয়া হয়নি। বিজয়ী হতে হলে সুশৃঙ্খল হয়ে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। যারা আন্দোলনের সময় রাজপথে ছিলনা তার যেন দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ভারত এদেশকে এতদিন কলোনি বানিয়ে রেখেছিল । আমাদের শুকনো মৌসুমে যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানি আটকে রাখে। যখন প্রয়োজন হয় না তার, সেই সময় আমাদের পানি ছেড়ে ভাসিয়ে দিয়ে এদেশের ক্ষতি করে।
দুপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি ও জেলা বিএনপি আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে বন্যায় নিহতদের আত্বার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা দোয়া করা হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।

এদিকে সকালে একই স্থানে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *