ব‌রিশা‌লে ‌বিএন‌পির আজ‌কের বিভাগীয় সমা‌বেশ স্থ‌গিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
গনতন্ত্র দিবস উপল‌ক্ষে ব‌রিশা‌লে বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। আজ রোববার সকাল ১১টায় নগ‌রের প্লা‌নেট ওয়ালর্ড পার্ক সংলগ্ন সড়‌কে এ সমা‌বেশ হওয়ার কথা ছিল। জেলা (দক্ষিন) বিএন‌পির আহবায়ক আবুল হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, দু‌র্যগপূর্ন আবহাওয়ার কার‌নে সমা‌বেশ স্থ‌গিত করা হয়। ৬ জেলার নেতাকর্মী‌দের অংশগ্রহ‌নে এ সমা‌বেশ আয়োজন ক‌রে দল‌টি।

মহানগর বিএন‌পির আহবায়ক ম‌নিরুজ্জামান ফারুক আজ‌কের পত্রিকা‌কে ব‌লেন, ‌দে‌শে গনতন্ত্র এখনও প্রতি‌স্ঠিত হয়‌নি। বিশ্ব গনতন্ত্র দিবস উপল‌ক্ষে এ সমা‌বেশ সফ‌লে তারা সব প্রস্তু‌তি নি‌চ্ছি‌লেন। সকা‌লে কর্মসুচী স্থ‌গিত করা হয়।

তি‌নি আরও ব‌রেন, ৫ আগ‌স্টের পর বড় ধর‌নের সভা সমা‌বেশ হয়‌নি। তাই দলীয় নেতাকর্মী‌দের চাঙ্গা করার জন‌্য বিভাগীয় সমা‌বেশের ডাক দেয়া হয়। আগামী ১৭ সেপ্টেম্বর একই সময়ে এবং ভেন্যুতে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *