এবার খালেদা জিয়ার গৃহকর্মীর আত্নীয়ের গরু-সয়াবিন লুট

Spread the love

নাগরিক রিপোর্ট
বরিশালের মেঘনা বেস্টিত মেহেন্দীগঞ্জে রাজনৈতিক পট পরিবর্তনে দখল ও লুটপাট থামছে । উপজেলাটিতে চর, মাছঘাট, হাটবাজার সবকিছুই এখন বিএনপির দখলে। এমনকি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিবারের সঙ্গে সংশ্লিষ্টরাও এধরনের পাটের শিকার হচ্ছেন। এমনই একজন হলেন উপজেলার প্রত্যন্ত চর গোবিন্দপুরের বাসিন্দা খবির সিকদার। জানা গেছে, হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগষ্ট তার ৬০০ মন সয়াবিন ও ৩০টি গরু লুট করেছে স্থানীয় বিএনপি।

পরে সাড়ে ৮ লাখ টাকা চাঁদা দিয়ে গরুগুলো ফেরত পেয়েছেন। খবির খালেদা জিয়ার বাসার গৃহকর্মী রূপা আক্তারের বেয়াইন (ছেলের খালা শ্বাশুরী)। রূপার বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলা সংলগ্ন হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

খবিরের গরু আর সোয়াবিন লুটের খবর সম্প্রতি রূপার মাধ্যমে বেগম খালেদা জিয়ার পরিবার পর্যন্ত পৌছায়। এর প্রেক্ষিতে সম্প্রতি ঢাকা থেকে বিএনপির দায়িত্বশীল একজন ব্যক্তি গোবিন্দপুরে ঘুরে এ অভিযোগের সত্যতা জানতে খোঁজখবর নিয়েছেন।
ঘটনার শিকার খবির সিকদার জানান, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব দেওয়ান ও যুবদলের সাধারন সম্পাদক মিজান মাঝির লোকজন ৬ আগষ্ট চরে ব্যাপক লুটতরাজ করে।

তার ৬০০ মন সয়াবিন ও ৩০টি গরু নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে দেনদরবার করে মোতালেব দেওয়ানকে সাড়ে ৫ লাখ, তার ভাতিজা বেল্লাল দেওয়ানকে দেড় লাখ, মিজান মাঝিকে ১ লাখ ও কাঞ্চন দেওয়ানকে ১০ হাজার টাকা নগদ দিয়ে গরু ফেরত পেয়েছেন। পরে তিনি পুরো বিষয়টি বিএনপির স্থানীয় শীর্ষ নেতা এমনকি আত্মীয় রূপার মাধ্যমে বেগম খালেদার জিয়ার পরিবারকে জানিয়েছেন। কয়েকদিন আগে রূপার ভাইকে সঙ্গে নিয়ে ঢাকার একজন নেতা চরে এসে বিভিন্নজনের বক্তব্য নিয়েছেন।

এ বিষয়ে জানতে গবিন্দনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোতালেব দেওয়ানের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আরেক অভিযুক্ত মোতালেরবের ভাতিজা বেল্লাল দেওয়ান জানান, খবির আওয়ামী লীগের রাজনীতি করতেন। সরকার পতনের পর অন্যদের কবল থেকে তাকে রক্ষা করেছেন। যুবদল সভাপতি মিজানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো: শহিদুল্লাহ বলেন, খবির সিকদার তাকে এসব বিষয়ে জানিয়েছেন। তিনি বিষয়টি কেন্দ্র ও উপজেলা বিএনপিকে জানিয়েছেন।
মেহেন্দীগঞ্জের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, তিনি বিষয়টি জানার পর মোতালেব দেওয়ানকে ফোন দিয়ে লুটের সয়াবিন ও গরু ফেরত দিতে বলেছিলেন। তখন মোতালেব পাল্টা অভিযোগ করেন খবির আওয়ামী লীগ করে। ফরহাদ বলেন, মেহেন্দিগঞ্জে এরকম অসংখ্য অভিযোগ আছে। কেন্দ্র যুগ্ন মহাসচিব আব্দুস সালামকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

৩ Comments

  1. I really liked this post! Your writing style is extremely engaging and the ideas are very relevant. Thank you for sharing such a great post with us.

  2. Your website is well-researched. I like the extent of knowledge you share.

Leave a Reply

Your email address will not be published.