আন্দোলনে উত্তাল বিএম ক‌লেজ

Spread the love

নাগরিক রিপোর্ট
জলাবদ্ধতা, আবাসন সংকট দূরীকরনসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এ দাবী‌তে বুধবার সকাল থেকে কলেজের জিরো পয়েন্টে জড়ো হয় শত শত শিক্ষার্থী। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

পরে বেলা ১১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশুনা করছে। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি করেন। এছাড়াও শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি তুলে ধরেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরো জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততোদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কর্তৃপ‌ক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাড়াবেন না।
এসময় শিক্ষা প্রকৌশল অ‌ধিদপ্ত‌রের নির্বাহী প্রকৌশলী শ‌হিদুল ইসলাম উপ‌স্থিত হ‌য়ে ছাত্রদের উদ্দেশ‌্য ব‌লেন, আমার গা থে‌কে এনও ছাত্রত্বের ঘ্রান যায়‌নি। তাই আমি বু‌ঝি হ‌ল এ থে‌কে লেখাপড়া করা কত ক‌স্টের। তি‌নি ব‌লেন, আমরা প্রকল্প শিক্ষামন্ত্রনাল‌য়ে জমা দেব। আগেই য‌দি আপনারা আন্দোলন ক‌রেন তাহ‌লে কেমন হ‌বে। তি‌নি ব‌লেন, আপনা‌দের আবাসন ব‌্যবস্থা অ‌নেক কস্ট ক‌রে করার চেস্টা চল‌ছে। আপনা‌দের রাস্তার জলাবদ্ধতা আশা ক‌রি ১৫ দি‌নের ম‌ধ্যে শেষ হ‌বে। ছাত্রাবাস মেরাম‌তের জন্য ৭০ লাখ টাকার বি‌শেষ বরাদ্ধ দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে সাধারন ছাত্ররা এ ধর‌নের আশ্বাস নাকচ ক‌রে দি‌য়ে আন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষনা দি‌য়ে‌ছেন।

এব‌্যাপা‌রে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনদিনের সময় চেয়েছেন। আগামী ৩ দি‌নের ম‌ধে‌্য অন্তত ৩‌টি কাজ শুরু কর‌বো। বাকিগু‌লোর দাপ্ত‌রিক কাজও শুরু হ‌য়ে যা‌বে। বিষগু‌লো সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা চালিয়ে যাবেন। তি‌নি শিক্ষার্থী‌দের প্রতি আন্দোলন স্থ‌গিত রাখার আহবান জানান।