শেষ ঠিকানার কারিগর আর নেই: কিশোরগঞ্জে মনু মিয়ার মৃত্যুতে শোকের ছায়া

Spread the love

অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের মানবিক মুখ, তিন হাজারেরও বেশি কবর খননের নীরব কারিগর মো. মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বিনা পারিশ্রমিকে দীর্ঘ ৪৯ বছর ধরে মৃতদের কবর খুঁড়ে দাফনের কাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত ছিলেন তিনি। এই মহৎ সেবার কারণে এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।

মনু মিয়ার কবর খননে নেতৃত্ব দেন জয়সিদ্ধি ইউনিয়নের করণশী গ্রামের কৃষক হবু রহমান (৬০)। তার সঙ্গে ছিলেন টুক্কু মিয়া (৫৫), ইয়াছিন মিয়া (৫০), বাতেন মিয়া (৫০) এবং মারুফ খান সুজাত (২৯)। এই পাঁচজনই ছিলেন তার জীবনের সহযাত্রী, যারা বহুবার তার পাশে ছিলেন কবর খননের কাজে।

মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুর ছয় দিন আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনা হয়।

জীবনের একটি বড় সময় তিনি ব্যয় করেছেন মানবসেবায়। পারিশ্রমিকের বিনিময়ে নয়, বরং দায়িত্ববোধ থেকে এই কাজ করতেন। একসময় দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনে নেন, যেন দ্রুত মৃতদের বাড়িতে পৌঁছাতে পারেন। ওই ঘোড়াটিই ছিল তার বিশ্বস্ত সঙ্গী, যা কিছুদিন আগে দুর্বৃত্তদের হাতে মারা যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা বলেন, “কবর খুঁড়ে তাকে দাফন করাটা আমাদের জন্য শুধু দায়িত্ব নয়, ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ।”

মনু মিয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।