এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে রীতিমতো দাপট দেখিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পিটার বাটলারের শিষ্যরা। কাগজে-কলমে শক্তিশালী প্রতিপক্ষ হলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পুরো ৯০ মিনিটজুড়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে বাংলাদেশ। ১০ মিনিটেই প্রথম গোলটি আসে শামসুন্নাহার জুনিয়রের পা থেকে। স্বপ্না রানির বাম প্রান্ত থেকে ক্রস ঠেকাতে এগিয়ে এলেও বাহরাইনের গোলরক্ষক খুলুদ সালেহ বল জালে ঠেলে দেন শামসুন্নাহার।
মাত্র ৫ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। বাঁ দিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে ব্যবধান বাড়ান তিনি। এই গোলেও সহায়তা করেন স্বপ্না রানি। এরপর একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয় বাহরাইনের রক্ষণভাগ।
৪০ মিনিটে কোহাতি কিসকুর গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় ও চতুর্থ মিনিটে জোড়া গোল করে হাফটাইমে দলের ব্যবধান ৫-০ করেন তহুরা খাতুন।
বিরতির পরও দমে যায়নি লাল-সবুজের মেয়েরা। ৬১ মিনিটে বাহরাইনের ডিফেন্ডার রাওয়ান আল আলি আত্মঘাতী গোল করে বাংলাদেশকে এনে দেন ষষ্ঠ গোল। এরপর ৭৪ মিনিটে মোসাম্মৎ মুনকি আক্তারের দারুণ এক গোল বাংলাদেশকে এনে দেয় ৭-০ ব্যবধানের জয়।
গোলরক্ষক রূপনা চাকমাও দেখিয়েছেন দৃঢ়তা। দ্বিতীয়ার্ধে অন্তত দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে বাহরাইনকে একমাত্র সান্ত্বনার সুযোগও দেননি তিনি।
এই জয় বাংলাদেশের নারীদের ফুটবল উন্নতির আরেকটি প্রমাণ, যেখানে র্যাংকিং নয়— মাঠের পারফরম্যান্সই আসল শক্তি।
