আন্দোলন প্রত্যাহারে সচল বেনাপোল বন্দর, কাজে ফিরলেন চার হাজার শ্রমিক

Spread the love

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর আবারও সচল হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। আজ সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। একইসঙ্গে পুরোদমে চালু হয়েছে পণ্য খালাস এবং শুল্কায়ন কার্যক্রম। বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, যানজট ও পণ্যজট দ্রুত নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বন্দর সচল রাখতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে।

কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন বলেন, “কর্মসূচি প্রত্যাহারের পরপরই শুল্কায়ন ও পণ্য ডেলিভারির কাজ শুরু হয়েছে। দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে কর্মকর্তারা অতিরিক্ত সময় কাজ করছেন।”

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ ও ২৯ জুন বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ফলে দুই দেশের বন্দরের দুই পাশে প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এতে আমদানি-রপ্তানিকারকসহ ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, “রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর থেকেই বন্দরের কার্যক্রম আবার সচল হয়। এতে করে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র দুই দিনের কর্মবিরতিতে সরকার প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।