কাপুরুষরাই নিপীড়ন চালায়, মোদিকে ইমরান

Spread the love

আবারো কাশ্মিরের জনগনের পাশে থাকার ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মির ইস্যু আজ আন্তর্জাতিক রূপ লাভ করেছে। আর ভীরু মোদি কাশ্মিরে নির্যাতন চালাচ্ছেন। শুক্রবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে এক সংহতি সমাবেশে তিনি একথা বলেন।

ইমরান বলেন, আমি নিজেকে কাশ্মিরী জনগনের দূত হিসেবে উপস্থাপন করেছি কারণ- আমি একজন পাকিস্তানি, একজন মুসলমান ও সর্বোপরি একজন মানুষ। কাশ্মির ইস্যু এখন একটি মানবিক সঙ্কট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে ইমরান খান বলেন, জনগনের বিরুদ্ধে এমন নিষ্ঠুরতা শুধুমাত্র ভীরুরাই চালাতে পারে। আজ ৯ লাখ ভারতীয় সেনা অধিকৃত কাশ্মিরের জনগনের বিরুদ্ধে নৃশংসতা চালাচ্ছে। কোন সাহসী লোক এমন করতে পারে না। তবে যত অন্যায়ই করুন না কেন, আপনি সফল হতে পারবেন না। কারণ কাশ্মিরের মানুষরা মৃত্যুকে ভয় পায় না।

ইমরান খান বলেন, আমাদের সবার জানা উচিত যে নরেন্দ্র মোদি ছোটবেলা থেকেই আরএসএসের সদস্য। এটি একটি হিন্দুত্ববাদী উগ্রবাদী গ্রুপ। তারা মুসলমান, খৃষ্টানসহ সব সংখ্যালঘুদের ঘৃণা করে। তারা হিটলারের নাৎসী পার্টির মতো আচরণ করছে, যে দলটি সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল।

ইমরান খান বলেন, কাশ্মির ইস্যুত আজ আন্তর্জাতিক অঙ্গনে পৌছে গেছে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ গত ৫০ বছরের মধ্যে এই প্রথম কাশ্মির নিয়ে বৈঠক করেছে। ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো কাশ্মির ইস্যু জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী সমাধানে দাবি জানিয়েছে। ওআইসি বলেছে, ভারতকে অবশ্যই কাশ্মির থেকে কারফিউ তুলে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *