অঞ্চল ভিত্তিক সংগঠন তৈরিতে আয়ারল্যান্ডে আতংক

Spread the love

সৈয়দ জুয়েল ॥ অঞ্চল ভিত্তিক সংগঠন তৈরীতে আতঙ্কে আছেন সম্ভাব্য অনেক আবাইর নির্বাচন করতে ইচ্ছুক নেতারা। শুরুটা হয়েছিল হবিগঞ্জ থেকে, এরপর বরিশাল। মাত্র দুটি অঞ্চল তাদের যাত্রা শুরু করতেই শুরু হলো সোশ্যাল মিডিয়ায় ঝড়। বিশেষ করে বৃহত্তর বরিশাল আসার পরে ঝড়ের গতি একটু বেশি-ই অনুভূত হচ্ছে। এর পিছনে যুক্তি ও উড়িয়ে দেয়ার মত না, সমালোচকদের যুক্তি অঞ্চল ভিত্তিক সংগঠন হলে আবাই দূর্বল হয়ে যাবে।
যেহেতু আয়ারল্যান্ডে এ জাতীয় সংগঠন নুতন, তাই এ ভীতির কারন বলে অভিজ্ঞজনের ধারনা। ইউরোপ, আমেরিকার অনেক দেশেই এ জাতীয় সংগঠন অনেক আগে থেকেই, এমন কি ইউনিয়ন ভিত্তিক সংগঠনও আছে। সে সব দেশে অল বাংলাদেশ এসোসিয়েশনের উপর তেমন কোন প্রভাব পরেনি। কিছু অতি উৎসাহীর ধারনা- এ জাতীয় অঞ্চল ভিত্তিক সংগঠন হলে যাদের অঞ্চলের লোকবল বেশি,তারাই আবাইয়ের নেতৃত্বে আসবে, যেহেতু তাদের ভোট ব্যাংক যথেস্ট শক্তিশালী,তাই স্বাভাবিক ভাবেই তারাই ভোটযুদ্ধে জিতে যাবেন। আর আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের ভিতর বৃহত্তর বরিশাল অঞ্চলের লোকজন অন্য অঞ্চলের চেয়ে বেশি হওয়ায় এ ভীতির তীরটা বৃহত্তর বরিশালের দিকে। তবে হবিগঞ্জ, বরিশাল যারা ইতিমধ্যে তাদের কমিটি গঠন সম্পন্ন করেছেন,তাদের লক্ষ্য শুধু বছরে একবার, দুই বার নিজ অঞ্চলের লোকজনের সাথে পরিচিত হয়ে একে অপরের ভিতর সেতু বন্ধন সহ পরবর্তী প্রজন্মকে নিজ অঞ্চলের সাথে পরিচিতি করানো। এখানে নস্ট রাজনীতির কোন অবকাশ নেই। বেশ কিছু বাংলাদেশীদের সাথে এ বিষয় কথা বলে তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কারো কারো মতে এই অঞ্চল ভিত্তিক সংগঠন হলে প্রতিট অঞ্চলের সাথে এক সুন্দর সেতুবন্ধন সহ এলাকার প্রতিটি দূর্যোগে এ সব সংগঠন এগিয়ে আসবে। আবার কিছু লোকের ধারনা অল বাংলাদেশী এসোসিয়েশনের গ্রহনযোগ্যতা হারাবে,তথা অকার্যকর হওয়ার আশংকায় ভুগবে।
তবে অতীতের আবাইর ব্যার্থতাকেও অনেকে দায়ী করেছেন। বিগত নয় বছরে আবাইয়ের কিছু সফলতার পাশাপাশি ব্যার্থতাও ছিল চোখে পরার মত। তারা পরে বাংলাদশীদের সম্পৃক্ত করতে পারেননি বলে অনেকেই অভিযোগ করেন, তাই এই অঞ্চল ভিত্তিক সংগঠনগুলো হলে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তাদের অঞ্চলের জন্য সেবামূলক কাজ করলে তা সুখকর হবে বলে অভিমত ব্যাক্ত করেন, আর এ থেকে দেশই উপকৃত হবে। সাংগঠিনক দক্ষতা আছে এরকম কিছু লোক জানান- এরকম অঞ্চল ভিত্তিক সংগঠন হলে আবাই আরো বেশি শক্তিশালী হবে,তাদের কাজের পরিধি আরো বেড়ে যাওয়া সহ অনেক সাংগঠনিক দক্ষতা সম্পন্ন লোক খুঁজে নিতে সহজ হবে। তবে ভিন্নতা যাই থাকুক, সবাই আমরা বাংলাদশী আমরা আবাইর সাথে এক হয়ে কাজ করবো বলেও মতামত প্রকাশ করেন সংশ্লিস্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *