গলওয়ে বাংলাদেশী ছাত্রদের মিলনমেলা

Spread the love

সৈয়দ জুয়েল ॥ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। তারুন্য নিয়ে কবি, লেখকদের ভাবনার কমতি নেই। শীতের সকালটাও গ্রীস্মের সজীব সকালের মত ধরা দেয়। এরকম একঝাক তরুনদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে গলওয়ে বাংলাদেশী ছাত্রসহ এখানে বসবাস করা সব বাংলাদশীদের এগিয়ে চলার পথ।
গতকাল গলওয়ের হেডর্ফোডে বসেছিল বাংলাদশেী ছাত্রদের মিলনমেলা। অনেকদিন পরে সবাই একত্রিত হতে পেরে খুশীর আমেজ ছড়িয়ে পরে সবার মাঝে। ভিসা সংক্রান্ত জটিলতা, গলওয়ে বাংলাদেশ কমিউনিটির শূন্য পদে নিয়োগ, কমিউনিটিকে কিভাবে আরো গতিশীল করা যায়, ২৫ ডিসেম্বর অনুষ্ঠান, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। গলওয়েতে বসবাসরত বাংলাদেশীদের ভিতর বড় একটা অংশ স্টুডেন্ট পরিবার। এদের প্রায় ৬০ টির মত পরিবারের এখানে বসবাস।
একটা সময় তাদের পরিবার ছাড়া এখানে থাকলেও আজ তাদের অধিকাংশই আইরিশ নাগরিক, কিছু ছাত্র আইরিশ নাগরিকত্বের অপেক্ষায়। এখন আর আগের একাকীত্বের দিনগুলি তাদের নেই। অনেক ছাত্রই এখানে ব্যাবসা করে আজ তারা প্রতিষ্ঠিত এবং বেশ সুনামের সহিত আছেন।
কেউ কেউ আবার রাজনীতিতেও ঢুকে গিয়ে ওখানেও প্রতিভার ছাপ রাখছেন। সব মিলিয়ে গলওয়ে বাংলাদেশী ছাত্ররা এগিয়ে যাচ্ছে বীর দর্পে। তাদের এ এগিয়ে যাওয়াটা স্থানীয় অনেক বাঙ্গালীরা দেখছেন ইতবিাচক। আগামী ২৫ ডিসেম্বর যে অনুষ্ঠানের আয়োজন তারা করবেন, তাতে দল, মত, নির্বিশেষে সকল বাংলাদেশীদের আমন্ত্রন জানানো হবে এবং এটা সর্বকালের বড় মিলনমেলা হবে বলে আয়োজকদের ধারনা।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থতি ছিলেন শিবলী চৌধুরী,তামিম মজুমদার,আরিফ টুকু, জাকিরি বুলবুল, রাজু, ইমরান আহমেদ, মাকসুদ, জিয়া, সোহরাব, খালিদ, নওফেল, টুটুল, মোতাহার, সুমন প্রমুখ।

১ Comment

  1. We had a great time together after a long time! So many couldn’t attend due to the short notice. We have missed them!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *