লেবুখালী সেতু ৬৯’র শহীদ আলাউদ্দিন নামকরন দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট: ৬৯’র গণ অভ্যুত্থানে বরিশালের রাজপথে তৎকালীন ইষ্ট পাকিস্তান রেজিমেন্ট (ইপিআর) এর গুলিতে নিহত হন নগরীর একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদ্দিন। তার ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তরা সভায় বরিশাল-পটুয়াখালী মহা সড়কে নির্মিত লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরন সহ আলাউদ্দিনর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান একে স্কুলকে জাতীয় করনের দাবী জানান।
সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শহীদ আলাউদ্দিনের পতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ও বর্তমান ছাত্রসহ পেশাজীবী নেতৃবৃন্দ। শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ আহবায়ক এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু।
সভায় বক্তব্য রাখেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সম্পাদক কমরেড অধ্যপক নজরুল হক নিলু, বরিশাল গণ ফোরাম সভাপতি সাবেক ছাত্র নেতা এ্যাড. হিরন কুমার দাস মিঠুু, বরিশাল আসাদ পরিষদ সভাপতি ডা: মিজানুর রহমান, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, ডাঃ মনিষা চক্রবর্তী, দেওয়ান আঃ রসিদ নিলু, সাবেক অধ্যক্ষ আ: মোতালেব হাওলাদার, কমরেড মোজাম্মেল হক ফিরোজ, একে স্কুলের প্রধান শিক্ষক এইচ.এম জসিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.