এবার ব্রাজিলে নতুন ভাইরাসের আবির্ভাব!

Spread the love

নাগরিক ডেস্ক: সম্প্রতি ব্রাজিলের বিজ্ঞানীরা নতুন এক ধরনের ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন, যার ৯০ শতাংশই বিজ্ঞানীদের অজানা। ভাইরাস নিয়ে আজ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে তাতে এই ভাইরাসটির বিষয়ে কিছু বলা নেই।

ব্রাজিলের বেলো হরিজোনটে শহরের পামপুলহা লেক থেকে নতুন প্রজাতির এই ভাইরাসটি উদঘাটন করেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা নতুন প্রজাতির এই ভাইরাসটির নাম দিয়েছেন ‘ইয়ারাভাইরাস ব্রাসিলিয়েনসিস’ বা ‘ইয়ারাভাইরাস’। ব্রাজিলের উপকথার দেবতার নামানুসারে এই নামকরণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরে আবিষ্কৃত বিভিন্ন প্রজাতির ভাইরাসের মধ্যে একটি প্রজাতির নাম দেওয়া হয়েছে জায়ান্ট ভাইরাস।

এই জায়ান্ট ভাইরাসের জিনোম (জেনেটিক বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা) জটিল প্রকৃতির। তাদের জেনেটিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের ধারণার বাইরে বা সাধারণ ভাইরাসের মতো নয়। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস নিজস্ব ডিএনএ পুনর্গঠন বা নকল করতে সক্ষম। তবে নতুন আবিষ্কৃত ইয়ারাভাইরাস জায়ান্ট ভাইরাস থেকে ভিন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *