কীর্তনখোলায় পাকা স্থাপনা অপসারন দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট: নদীকে জীবন্ত স্বত্ত¡া হিসাবে ঘোষণা এবং নদীর সীমানায় স্থায়ী পিলার স্থাপনে উচ্চদালতের রায় কার্যকর করার দাবী জানিয়ে বরিশালে নদীকৃত্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নদী বন্দর এলাকায় জেলা প্রশাসকের ঘাট সংলগ্ন কীর্তণখোলার তীরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নদী-খাল-জলাধার রক্ষা কমিটি যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
উন্নয়ন রনজিৎ কুমার দত্তের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সৈয়দ হাবিবুর রহমান, আনোয়ার জাহিদ, মোঃ রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, কাজী এনায়েত হোসেন শিবলু, কাজী মিজানুর রহমান ফিরোজ, মোঃ নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা, জেলা প্রশাসকের ঘাট এলাকায় নদীর সীমানার মধ্যে পাকা স্থাপনা নির্মানের ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ওই স্থাপনা অপসারদের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *