‘ব্যর্থ হলে নিজেই সরে যাবো’

Spread the love

নাগরিক ডেস্ক: ৮ই মার্চ আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একদিনের ক্রিকেটে মাত্র ৩ ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা তামিমের। সেটি সর্বশেষ শ্রীলঙ্কা সফরে।

তাই তামিম প্রথম দিকে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। যদি শেষতক পাকিস্তান সফরে যায় বাংলাদেশ তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটা তিনি খেলবেন সেখানেই। এরপর মে মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আসন্ন সিরিজগুলোতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে নামতে মুখিয়ে আছেন তামিম। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীনে এসে তিনি বলেন, ‘‘আমি আপাতত এটাই সবাইকে বলতে পারি, আমার এ ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন। নিজের ব্যাটিংয়ে এক সিরিজ, দুই সিরিজ বা ৫টা ব্যর্থতা, এটা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য  হবো না, আপনারাও হবেন না।

দর্শকদেরও একই অনুরোধ করবো। চেষ্টা করবো যেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যদি কোনো কারণে কোনো সময়- সেটা ৬ মাস হোক বা ১ বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন যে সরে দাঁড়ানোর কথা বলবে। আমিই সবার আগে হাত তুলে বলবো “সরি”।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *