পাথরঘাটায় বন্য শুকরের আক্রমনে আহত ১১

Spread the love


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার হাজিরখাল গ্রামে শিশুসহএগারজন নারী-পুরুষ বন্য শুকরের আক্রমনে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। আহত ১১ জনের মধ্যে ৭ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুকরের আক্রমনে আহত পান্নু চাপরাশী জানান, বুধবার রাতে হাজিরখাল গ্রামের দুই শতাধিক বাসিন্দা সাইক্লোন সেল্টারে ছিলেন। বৃহস্পতিবার সকাল ৬টায় তারা বসতবাড়িতে ফিরে দেখেন শত শত বন্য শুকর তাদের ঘরে অবস্থান নিয়েছে। জলোচ্ছ্বাসে গ্রামের পাশ্ববর্তী সংরক্ষিত বন ডুবে যাওয়ায় বন্য শুকরের দল লোকালয়ে এসে বাড়িঘরে আশ্রয় নেয়। ঘরে ফেরা লোকজন শুকরের পাল তাড়াবার সময় ক্ষিপ্ত একদল শুকর তাদের ওপর আক্রমন চালালে আছিয়া বেগম (৪৭), বায়েজিদ (১২), জুয়েল (১৭), পান্নু চাপরাশী (৪৮), আব্দুল কাদের (৪০), ভোলা মিয়া (৩০), চামেলী বেগম (২৮) সহ ১১ জন আহত হন। ওই ৭ জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জানান, শুকরের আক্রমনে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *