চলে গেলেন মাঠ কাঁপানো ফুটবলার সালাউদ্দিন

Spread the love

সৈয়দ জুয়েল: মাঠে খেলতে নেমে লাখো দর্শকের করতালিতে মুগ্ধ হয়ে নান্দনিক ফুটবল খেলে যে মানুষটি মাতিয়ে রাখতো- চলে গেলেন সেই জাতীয় দলের সাবেক খেলোয়ার এস, এম, সালাউদ্দিন। ছোটবেলা থেকেই ফুটবলকে সঙ্গী করেই পার করেছেন জীবনের বড় একটা সময়। খেলেছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত সব ক্লাবে।
১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ফরাশগঞ্জ, ঢাকা ওয়ান্ডারস্, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়নের মত নামকরা ক্লাবে খেলেছেন এ ফুটবল তারকা। ১৯৮৯-১৯৯০ খেলেছেন লাল সবুজের জার্সিতে। ১৯৫৮ সালে নারায়নগঞ্জে জন্ম নেয়া এস, এম, সালাউদ্দিন স্বর্নালী ফুটবলের এক রুপকার। বাংলাদেশের ফুটবল অঙ্গনের পরিচিত এ মুখটির কথা কোটি ভক্ত মনে রাখবেন শ্রদ্ধা ভরে।
কৃতী এ ফুটবলার খেলাধুলার বাহিরেও রাজনীতি অঙ্গনেও ছিল তার সরব উপস্থিতি। মৃত্যুর পূর্ব পর্যন্ত নারায়নগঞ্জ থানা যুবলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন সুনামের সহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *