আ’লীগের পাল্টাপাল্টি অবস্থানে হিজলায় ১৪৪ ধারা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মেঘনা ঘেরা হিজলা উপজেলায় আওয়ামীলীগের দুই গ্রæপ পাল্টাপাল্টি মানববন্ধন আহŸান করায় রোববার সেখানে প্রশাসন ১৪৪ ধারা ঘোষণা করেছে। নদীভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীতে আওয়ামীলীগের দুই পক্ষ পৃথকভাবে রোববার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে। পাল্টাপাল্টি মানবন্ধন ডাকায় শনিবার বিকাল থেকে উপজেলাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শনিবার সন্ধ্যায় রোববার উপজেলায় ১৪৪ ধারা জারির ঘোষনা দেন। এ ঘোষণা কার্যকর করতে সন্ধ্যার পর থেকে উপজেলায় ব্যাপক মাইকিং চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।
বিবাদমান একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র অনুসারী হিজলা উপজেলা সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার এবং অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। টিপু সিকদারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এবং বেলায়েত ঢালীর নেতৃত্বে অদুরে উপজেলা বাসষ্টান্ডে মানববন্ধন আহŸান করা হয়।


টিপু সিকদার জানান, তাদের কর্মসূচী বানাচাল করার জন্য এমপির নির্দেশে উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালী পাল্টা মানববন্ধন আহŸান করেছেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তারা উপজেলা পরিষদ চত্বরের পরিবর্তে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে কর্মসূচী পালন করবেন।


অপরদিকে উপজেলা বেলায়েত ঢালী জানান, উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তাদের কর্মসূচী স্থগিত করা হয়েছে।


তবে নদীভাঙ্গনের মতো মানবিক বিষয় নিয়ে দুইপক্ষ পৃথক কর্মসূচী কেন পালন করছেন- এবিষয়ে সদুত্তর উত্তর দিতে পারেননি টিপু সিকদার ও বেলায়েত ঢালী।


হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা রোববার ১৪৪ ধারা জারি করেছেন। সেটা উপজেলা পরিষদ এলাকায় নাকি গোটা উপজেলায় তা তিনি এখনও নিশ্চিত হতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *