বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বরিশালে বৃক্ষরোপন কর্মসূচী

Spread the love


নাগরিক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগের সকল জেলা, উপজেলাব্যাপী একযোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে নিজ কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ সহ বিভাগীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নির্মানাধীন সদর দপ্তর চত্ত¡রে বৃক্ষরোপন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম জেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষরোপন করেন।


এছাড়াও জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান নিজ নিজ কার্যালয়ে চত্ত¡রে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন। বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে পুরো বিভাগে বিভিন্ন ধরনের ৩৫ হাজার গাছের চারা রোপন করা হয়। এই কর্মসূচীর আওতায় আগস্ট মাস জুড়ে বরিশাল বিভাগে ফলদ, বনজ ও ঔষধী গাছের ৩ লাখ চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করার কথা জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *