‘সরকারী প্রনোদনা কাজে লাগিয়ে শিল্পখাতকে এগিয়ে নিতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে বরিশাল শিল্প মালিকদের অগ্রনী ভ‚মিকা পালন করতে হবে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে উৎপাদন বাড়ানো দরকার। এক্ষেত্রে সরকারের প্রনোদনা কাজে লাগিয়ে শিল্পখাতকে এগিয়ে নিতে হবে। শিল্প মালিকরাই পারেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে। শনিবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী নানান কর্মসূচী পালন করে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি। এ আয়োজনের মধ্যে কোরআন তেলওয়াত, এতিমদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন সহ আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।


বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মালিক সমিতির প্রধান উপদেষ্টা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম, শিল্প নগরীর উপ-মহা ব্যবস্থাপক মো. জালিস মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, শিল্প নগরী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।


এদিকে বিসিক শিল্প নগরীর বৃহৎ প্রতিষ্ঠান ফরচুন গ্রæপ অব কোম্পানীর চেয়ারম্যান মিজানুর রহমানের উদ্যোগে দিনব্যাপী ফ্যাক্টরীগুলোতে পবিত্র কোরআন তেলোওয়াত, মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *