জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Spread the love

নাগরিক ডেস্ক: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে তিনি এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ পূর্ণ করতে না পারায় জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন তিনি।

৬৫ বছর বয়সী অ্যাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করলেন। এর মধ্য দিয়ে এই নেতা জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। উত্তরসুরী নির্বাচিত না হওয়া পর্যন্ত ঠিক আরও কতদিন তাকে দায়িত্ব পালন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাবের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নামে। সর্বশেষ এক জনমত জরিপে অ্যাবের জনপ্রিয়তা ৩০ শতাংশে নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *