বন্যপ্রাণী তক্ষক পাঁচারকারী প্রতারক গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বন্য্যপ্রাণী ‘তক্ষক’ পাঁচারকারী চক্রের সদস্য মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার গলাচিপা পৌর শহরের আমখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি তক্ষক প্রাণী।
র‌্যাব- ৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘তক্ষক’ প্রাণী নিয়ে দেশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে উঠেছে। ক্যান্সারের ওষুধ তৈরীতে এ প্রাণীটি ব্যবহৃত হয় এবং প্রতিবেশী দেশে এটির ব্যাপক চাহিদা রয়েছে এমন গুজব ছড়িয়ে ‘তক্ষক’ ক্রয়-বিক্রয়ের ফাঁদে পা দিচ্ছে কিছু মানুষ।
১০-১২ ইঞ্চির একটি তক্ষকের দাম হাকানো হয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত। র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া রাসেলও এ প্রতারক চক্রের সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে উচ্চমূল্যে তক্ষক দেশের বিভিন্ন স্থানে পাঁচার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর (খ) ধায়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *