সরকারী বালিকা বিদ্যালয়ের নিলামে ঠিকাদারকে মারধর

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তিন দশক আগের পুরনো ৩টি গাড়ির বর্র্জ্যাংশ এবং পুরনো ভবনের অব্যবহৃত মালামাল প্রকাশ্য নিলাম অনুষ্ঠানে প্রতিদ্বন্দিরা একে অপরের উপর হামলা করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) প্রশান্ত কুমার দাসের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলের দিকে স্কুল চত্ত¡রে এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বালিকা বিদ্যালয়ে ৩০ থেকে ৪০ বছরের ৩টি গাড়ির অবশিস্টাংশ অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। এছাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভবন মেরামত ও সংস্কারের পর অব্যবহৃত কিছু পুরনো রড ও কাঠ সহ অন্যান্য সামগ্রী পড়ে ছিলো দীর্ঘদিন ধরে।

গত ১৫ সেপ্টেম্বর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন ৩টি গাড়ির বর্জ্যাংশ ও পুরনো মালামাল নিলামে বিক্রির টেন্ডার আহŸান করেন। মঙ্গলবার পূর্ব নির্ধারিত দিনে অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রকাশ্য নিলাম বিক্রিতে ১১জন ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। নিলাম চলাকালে বজলুর রহমান বাঘা নামে এক ব্যক্তি ৬৮ হাজার টাকা দর হাকালে প্রতিদ্বন্ধি মিলন মুন্সি ও শাহিন ওরফে কার্টন শাহিন সহ তাদের সহযোগীরা অংশগ্রহনকারী বাঘা ও মো. মনির নামে ২জনকে মারধর করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) প্রশান্ত কুমার দাস বলেন, প্রকাশ্য নিলামে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশের সহযোগীতায় তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রন করলে বড় ধরনের কোন অঘটন ঘটেনি। সরকারী ৫৪ হাজার ৩শ’ ৩৮ টাকা দরের বিপরীতে নিলামে সর্বোচ্চ দরদাতা রশিদ মুন্সি ৯০ হাজার টাকায় ৩টি গাড়ির বর্জ্যাংশ সহ পুরনো অব্যহত মালামাল কিনে নেয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *