বরিশালে আদালত কর্মচারীদের বিক্ষোভ, স্মারকলিপি

Spread the love

নাগরিক রিপোর্ট: তিন দফা দাবীতে বরিশালে বুধবার বিক্ষোভ মিছিল করেছে আদালতের কর্মচারীরা। দাবীগুলো হচ্ছে- দেশের অধস্তন আদালতের কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বøক পদ বিলুপ্ত করে যুগপোযোগী পদ সৃজন এবং পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন। পরে তারা একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


দাবী আদায়ে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরিশাল শাখার ব্যানারে বুধবার জেলা জজ আদালত চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।


এ সময় সংগঠনের সভাপতি মাইকেল আশিস সিনহা বলেন, তারা ন্যায় সঙ্গত ৩ দফা দাবি তুলেছেন। সরকার অনতি বিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *